আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিলোনিয়ায় আহত অবস্থায় এক বাংলাদেশী যুবক উদ্ধার ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    বুধবার বিলোনিয়ার মুহুরীঘাট চেকপোষ্ট সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক বাংলাদেশী  যুবককে উদ্ধার করল বিলোনিয়া থানার পুলিশ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শান্তির বাজার জেলা হাসপাতালে।এবিষয়ে আহত যুবক জানান, এদিন সকালে বিলোনিয়া  চেকপোষ্ট সংলগ্ন কাঁটাতার ডিঙ্গিয়ে সে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে চোরাই পথে বিলোনিয়ায় প্রবেশ করে। সে প্রতিনিয়ত চোরাই পথে পেঁয়াজ ও রসুনের ব্যাবসা করে। এরই মধ্যে এদিন বাংলাদেশ থেকে সে আহত অবস্থায় চোরাইপথে বিলোনিয়া প্রবেশ করে। কিন্তু কিভাবে সে আহত হয়েছে এখনো জানা যায় নি। ওই ঘটনায় তদন্তে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ। আহত বাংলাদেশি বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বিলোনিয়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত এই ধরনের চোরাইকারবারীরা প্রবেশ করছে। স্বভাবতই পুলিশ, বিএসএফ ও চেকপোষ্টে কর্মরত কাস্টম অফিসারদের ভূমিকা  নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় জনমনে। 





     AKB TV News

    4.12.2024 


     

    3/related/default