নিজস্ব প্রতিনিধিঃ
জনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। তাতে ভেঙে গুড়িয়ে গেল বহু দোকান বাড়ি। রবিবার দক্ষিণ ব্রাজিলের গ্রামাদো অঞ্চলে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ১০ জনের। পাশাপাশি ১৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিমানটি প্রথমে একটি বাড়ির চিমনিতে ধাক্কা খেয়ে অন্য একটি বাড়ির দ্বিতলে ধাক্কা মারে। এরপর পাশের একটি মোবাইল ফোনের দোকানের উপর আছড়ে পড়ে। অল্প যাত্রী বহনে সক্ষম ‘পাইপার শিয়েন ৪০০ টার্বোপ্রপ’ বিমান ছিল এটি। যদিও বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার পর আগুন লেগে যায় গোটা বিমানে। ঘটনায় দাবি করা হচ্ছে, বিমানে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে। এদিকে, স্থানীয়দের মধ্যে আহত ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
AKB TV News
23.12.2024