আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মেডিক্যালে ভর্তির একটি আসনও ফাঁকা থাকা যাবে না ।। শীর্ষ আদালতের নয়া পর্যবেক্ষণ ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ   

    দেশের শীর্ষ আদালতের নয়া পর্যবেক্ষণ, মেডিক্যালে ভর্তির একটি আসনও ফাঁকা থাকা যাবে না। সেক্ষেত্রে ফাঁকা আসনগুলি পূরণে বিশেষ কাউন্সেলিংয়েরও নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি মেডিক্যাল পরীক্ষার্থীদের মেধা তালিকা থেকেই ভর্তি করানোর কথা বলেছে শীর্ষ আদালত। বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দেয়, মেডিক্যাল কলেজে ডাক্তারির স্নাতক স্তরের কোর্সের যে আসনগুলি ফাঁকা রয়েছে, সেই আসনগুলি পূরণ করার জন্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে একটি বিশেষ কাউন্সেলিং গঠন করতে হবে। কারণ ডাক্তারি পড়ুয়াদের এই আসন অত্যন্ত মূল্যবান। আসনগুলি কখনই নষ্ট হওয়া উচিত নয়। ভারতের মত এমন একটি বড় দেশে ডাক্তারের  অভাবের কথা বিবেচনা করেই একথা বলে দুই বিচারপতির বেঞ্চ। যাবতীয় প্রক্রিয়া আগামী ৩০শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয় আদালতের তরফে। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা পাশ করেই মেডিক্যালে ভর্তির সুযোগ মেলে। এক্ষেত্রেও কোনও মেডিক্যাল কলেজ সরাসরি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না। পরীক্ষার্থীদের অপেক্ষমান মেধা তালিকা থেকেই মেডিক্যালের শূন্য আসনগুলিতে পড়ুয়াদের ভর্তি করানো হবে। এই বিষয়ে ব্যবস্থা নেবে রাজ্য স্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার পাশাপাশি যে সব মেডিক্যাল কলেজে অনাবাসী কোটায় আসন ফাঁকা রয়েছে, সেগুলিকেও সাধারণ বা জেনারেল ক্যাটেগরিতে বদলে ফেলারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।




    AKB TV News

    23.12.2024

    3/related/default