নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার নয়াদিল্লির ভারত মণ্ডপে তিনদিন ব্যাপী 'অষ্টলক্ষ্মী মহোৎসবের' উদ্বোধন করেন। তা চলবে আগামী ৮ই ডিসেম্বর পর্যন্ত। এই অনুষ্ঠানটি উত্তর-পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্পন্দন উদযাপন করে। উত্তর-পূর্বের আটটি রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিমকে প্রায়শই 'অষ্টলক্ষ্মী' হিসাবে উল্লেখ করা হয়, যা আট ধরনের সমৃদ্ধির প্রতীক, যা ভারতের সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোতে অবদান রাখে বলে এদিন অনুষ্ঠানে উপস্থিত উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একথা জানিয়েছেন। শনিবার ছিল এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চল রাজ্য গুলির মুখ্যমন্ত্রীরা। ত্রিপুরার প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও। অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্য কোথায় ছিল, আর আজ কোথায় এসে দাঁড়িয়েছে। ভাবাই যায় না। তা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই।
AKB TV News
7.12.2024