বিমান বন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে বড়সড় পদক্ষেপ সিআইএসএফে'র ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ    

ভুয়ো বোমাতঙ্কের কারণে জেরবার অবস্থা বিমান বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন বিমান সংস্থা গুলির। এই পরিস্থিতিতে বিমান বন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে বড়সর পদক্ষেপ নিয়েছে সিআইএসএফ। দেশের ৬৮টি বিমান বন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে এবার ‘কোয়ালিটি কন্ট্রোল ইউনিট’ চালু করল আধাসেনার এভিয়েশন সিকিউরিটি গ্রুপ। শনিবার সিআইএসএফের তরফে বার্তা দেওয়া হয়েছে, দেশের বিমান বন্দর গুলিতে বিশ্বমানের নিরাপত্তা এবং প্রযুক্তিগত সুবিধা দিতে নয়া ইউনিট চালু করা হয়েছে। আধা সেনার বিমান বন্দর নিরাপত্তা শাখায় কর্তব্যরত প্রায় ৫০ হাজার জওয়ান। দেশের ৬৮টি বিমান বন্দরে তাঁরাই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। 




AKB TV News

7.12.2024  


3/related/default