কিছুটা অস্তমিত কিছুটা ভোরের কাছাকাছি
কিছুটা দোলানো চুলে কিছুটা ভুরুর বিস্ময়ে
চিবুকে শীতের বৃষ্টি একটু বুকের ওঠানামায়
না- ছোঁয়া আঙুলে তোর বেপরোয়া বদ্ধ পাগলামি !
#
চোখে চোখ বোঝাপড়া কিছুটা অর্গল ভাঙাভাঙি
লাজুক পলাশ কুঁড়িতে তুই যদি আবার ডাকিস
কিছুটা সংসার শেষে কিছুটা উন্মাদ পিছুটানে
জড়াবো আদর তোকে মগ্নতায়, কবিতায়, অন্তবিহীনে
#
আমার বুকেই তোর স্তনবৃন্তের হাহাকার
# তুই তুই তুই এসে করে যা, করে যা, ছারখার ...
ভালোবাসা, তোমাকে
আরণ্যক বসু
৪ জানুয়ারি ২০২৫