আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নানা অভিযোগের ভিত্তিতে ১২টি সাউন্ড বক্স উদ্ধার করল এনসিসি থানার পুলিশ ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    বিভিন্ন সময়ে নানা অভিযোগের ভিত্তিতে এনসিসি থানার অধীন তিনটি জায়গায় অভিযান চালিয়ে মোট ১২টি সাউন্ড বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা হবে বলে শনিবার একথা জানিয়েছেন এনসিসি থানার ওসি। তিনি জানান, মাত্রাতিরিক্ত সাউন্ড দিয়ে সাউন্ড বক্স বাজানোর অপরাধে এই সাউন্ড বক্স গুলি আটক করা হয়েছে। উদ্ধারকৃত সাউন্ড বক্স গুলির মালিকের বিরুদ্ধে আমরা আদালতে মামলা করব বলে তিনি জানান। 



     

     

    AKB TV News

    4.01.2025


    3/related/default