আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বৈবাহিক সম্পর্ক নিয়ে নয়া রায় দিল দেশের শীর্ষ আদালত ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দেশের শীর্ষ আদালতের নয়া পর্যবেক্ষণ। একটি মামলার ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক নিয়ে নয়া রায় দিল আদালত। মামলাটি ছিল ঝাড়খণ্ডের এক দম্পতির। ২০১৪ সালের মে মাসে তাঁদের বিয়ে হয়। বিয়ের এক বছর যেতে না যেতেই ২০১৫ সালের আগস্ট মাসে বাপের বাড়ি চলে যান স্ত্রী। এক্ষেত্রে স্বামীর দাবি, অনেকবার অনুরোধ সত্ত্বেও তাঁর স্ত্রী আর ঘরে ফিরতে চাননি। এই অভিযোগ নিয়ে তিনি প্রথমে রাঁচীর একটি পারিবারিক আদালতের শরণাপন্ন হন। অন্যদিকে, স্ত্রীর অভিযোগ, শ্বশুরবাড়িতে তাঁকে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। তাঁকে শৌচালয় ব্যবহারে বাধা দেওয়া হত ।  পাশাপাশি, স্টোভে রান্নার অনুমতিও দেওয়া হয়নি। কাঠ কয়লায় রান্না করতে বাধ্য করা হত। সেই সঙ্গে গাড়ি কেনার স্বার্থে তাকে পাঁচ লক্ষ টাকা পণের জন্য চাপ দেওয়া হত বলেও অভিযোগ করেন স্ত্রী। এই পরিস্থিতিতে স্ত্রীর পক্ষে থাকা আর সংসার করা সম্ভব হয়নি। তাই বাপের বাড়ি ফিরে গিয়ে তিনি স্বামীর কাছ থেকে ভরণ পোষণের জন্য পারিবারিক আদালতে আবেদন জানান। এরপর রাঁচীর পারিবারিক আদালত স্ত্রীর  আবেদন মঞ্জুর করে। আদালত স্বামীকে প্রতি মাসে ১০ হাজার টাকা ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দেয়। তবে স্বামী এই রায়ের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাই কোর্টে আপিল করেন। হাই কোর্ট স্ত্রীর ভরণ পোষণের আবেদন খারিজ করে দেয়। পরবর্তী সময়ে এই মামলা সুপ্রিম কোর্টে গড়ায়। সম্প্রতি সুপ্রিম কোর্টও ওই মহিলার পক্ষেই রায় দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, শৌচালয় ব্যবহার এবং অন্যান্য সুযোগ-সুবিধার অভাবে মানসিক অত্যাচারের শিকার হওয়া মহিলার পক্ষে ভরণ পোষণ পাওয়ার অধিকার রয়েছে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, স্ত্রীর ভরণ পোষণের জন্য স্বামীকে প্রতি মাসে ১০ হাজার টাকা দিতে হবে। এই রায় কার্যকর হবে ২০১৯ সালের তেসরা আগস্ট থেকে। বলা যায় সুপ্রিম কোর্টের এই রায় বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণ সংক্রান্ত আইনি জটিলতায় একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে চিহ্নিত হয়েছে।




     AKB TV News

    13.01.2025


    3/related/default