দেশবাসীকে লোহরি ও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

আরশি কথা


নিজস্ব প্রতিনিধিঃ

দিল্লির নারাইনা গ্রামে লোহরি উৎসবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সোমবার সন্ধ্যায় নারাইনা গ্রামে যান প্রধানমন্ত্রী। তাঁকে দেখে ‘মোদী, মোদী’ স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রী তাঁদের গ্রামে আসায়, তাঁরা যে খুশি, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আবার আনন্দাশ্রু দেখা গেল কারও চোখে। তখন এক নাবালকের মাথায় হাত বুলিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছবিও তুললেন। এরপর লোহরি উৎসবে অংশ নেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, উত্তর ভারত-সহ বহু জায়গার মানুষের কাছে লোহরির বিশেষ তাৎপর্য রয়েছে। এটা আশার প্রতীক। কৃষি ও কৃষকদের সঙ্গে যোগ রয়েছে এই উৎসবের। সবাইকে লোহরির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী।নারাইনা গ্রামে যাওয়ার আগে এদিন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির দিল্লির বাড়িতে পোঙ্গল এবং সংক্রান্তি পালনেও অংশ নেন প্রধানমন্ত্রী। জানা গেছে, নারাইনা গ্রামে যাওয়ার আগে এদিন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির দিল্লিস্থিত বাড়িতে পোঙ্গল এবং সংক্রান্তি পালনেও অংশ নেন প্রধানমন্ত্রী।


   

 AKB TV News

14.01.2025



 




3/related/default