নিজস্ব প্রতিনিধিঃ
ইংরেজি নতুন বছরের প্রথম দিনই দেশবাসীর জন্য সুখবর। পয়লা জানুয়ারি এক ধাক্কায় অনেকখানি কমল বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। বুধবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে ১৪.৫০ টাকা। যদিও ১৪ কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাসের দাম একই রাখা হয়েছে। এদিকে,দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৮১৮.৫০ টাকা। দাম কমায় নতুন মূল্য দাঁড়াল ১৮০৪ টাকা। অন্যদিকে কলকাতায় দাম কমেছে ১৬ টাকা। এখানে ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৯১১ টাকায়। একই ভাবে মুম্বইয়েও সিলিন্ডার পিছু মূল্য ১৬ টাকা কমে ১৭৭১ থেকে কমে ১৭৫৬ টাকা হল।
AKB TV News
1.01.2025