আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য সম্মেলন হচ্ছে রাজনৈতিক সাংগঠনিক উৎসব ।। রক্তদান শিবিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর ২৪তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সিপি আই এম সদর মহকুমা কমিটির উদ্যোগে হয় এই শিবির। সেখানে উপস্থিত ছিলেন সি পি আই এম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ আরও অনেকে। এদিন অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখেন উপস্থিত অথিতিরা। শিবিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সম্মেলন হচ্ছে রাজনৈতিক সাংগঠনিক উৎসব। আর এই উৎসবের মূল অঙ্গই হচ্ছে রক্তদান। এদিন শিবিরে উৎসাহের সহিত রক্তদাতারা রক্তদান করেন।  




    AKB TV News

    21.01.2025




    3/related/default