নিজস্ব প্রতিনিধিঃ
খুনের আসামি জনরোষের শিকার। প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নিল সে। ঘটনার বিবরণে
জানা যায়, ২০২১ সালে রামনগর পুলিশ ফাঁড়ির অন্তর্গত দুর্গা চৌমুহনী ব্রিজ সংলগ্ন এলাকায়
বিশাল দাস নামে এক যুবককে বিজয় দাস নামে এক যুবককে খুন করেছিল। তখন তাকে পুলিশ আটক
করেছিল । কয়েক বছর জেলে থাকার পর জামিনে মুক্তি পাই সে। সোমবার রাতে হঠাৎ মদমত্ত অবস্থায়
যায় সে ওই এলাকাতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে, তখন এলাকার জনগণ দেখে ফেলে তাকে। এরপর তাকে আটক করতে
এলাকাবাসী যখন ছুটে আসে সে তৎক্ষণাৎ পালিয়ে এসে দুর্গা চৌমুহনী পুলিশ ফাঁড়িতে প্রাণ
বাঁচাতে ঢুকে পড়ে। এলাকাবাসী দাবি জানিয়েছেন বিজয় দাসকে যেন আর জেল থেকে মুক্তি না
দেওয়া হয়। সে মুক্তি পেলে আরো ঘটনা ঘটাতে পারে বলে এমনটাই অভিমত এলাকাবাসীর।
AKB TV News
21.01.2025