আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কৈলাস-মানস সরোবর যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিল ভারত-চিন।। AKB TV News

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি:

    বহু টানাপোড়নের পর অবশেষে বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিসরির চিন সফরে কৈলাস-মানস সরোবর যাত্রা নিয়ে বরফ গলল। গত বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকা কৈলাস-মানস সরোবর যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিল ভারত-চিন। এর পাশাপাশি পুণ্যার্থীদের জন্য সরাসরি বিমান যাত্রার বিষয়েও কথা হয়েছে উভয় পক্ষের। ২০২০ সাল থেকে কৈলাস-মানস সরোবর যাত্রা বন্ধ রয়েছে। এর নেপথ্যে একাধিক কারণ রয়েছে জানা গেছে। অতি সম্প্রতি দু’দিনের চিন সফরে সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিসরি। এরপরই কৈলাস-মানস সরোবর যাত্রা নিয়ে পুণ্যার্থীদের জন্য সুখবর দিল ভারতের বিদেশ মন্ত্রক। এবিষয়ে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে —“২০২৫ সালের গ্রীষ্মকালেই কৈলাস-মানস সরোবর যাত্রায় রাজি হয়েছে দুই দেশ। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে একমত হয়েছে দু’পক্ষ। কৈলাস-মানস সরোবর যাত্রার পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী নদীগুলিতে তাপ বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনাতে সম্মত হয়েছে ভারত-চিন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে রাশিয়ার কাজন শহরে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছিলেন। এব্যাপারে মনে করা হচ্ছে তারই ফলশ্রুতি হিসেবে কৈলাস-মানস নিয়ে ভারত-চিনের ইতিবাচক সিদ্ধান্ত।   




    AKB TV News

    28.01.2025

     

     

    3/related/default