আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গত কয়েকদিন ধরে দলের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে ।। সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি:

    বহু দিন ধরে রাজ্য সম্মেলন করার জন্য জায়গা নিয়ে টানাপোড়ন চলছিল। অবশেষে জায়গার বিষয়টি চূড়ান্ত হল। আগামী ২৯শে জানুয়ারি সিপি আই এম দলের রাজ্য সম্মেলন হবে রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে। এই সম্মেলনকে কেন্দ্র করে শহরে বেশ কিছু জায়গায় সিপি আই এম দলের প্রচারসজ্জা নষ্ট করে দেওয়ার অভিযোগও উঠেছে।মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি বলেন, গত কয়েকদিন ধরে দলের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে। সোমবার রাজধানীর বিভিন্ন জায়গায় প্রচারসজ্জা নষ্ট করা হয়েছে। এর কারন সমাবেশ নিয়ে একটা ঘোলাটে পরিবেশ তৈরী করে একটা তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা বলে তিনি জানান।  



    AKB TV News

    28.01.2025

     

    3/related/default