Type Here to Get Search Results !

নতুন বছরের আনন্দে শিশুদের সাথে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সঃ আরশিকথা ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


এবছর ৬ জানুয়ারি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ত্রিপুরার ধর্মনগরে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নতুন বছর উদযাপন করে।

প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স শিশুদের নিয়ে আনন্দ ও উল্লাসের সঙ্গে এই অনুষ্ঠানটি করে থাকে।এই বছরও এই হেরিটেজ জুয়েলারি হাউস ধর্মনগরের গুরুকুল শিশু নিবাসের শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ইংরাজি নববর্ষ উদযাপন করে । 

এই দিন শৈশবের আনন্দ মেখে শিশুরা নিজের মতো করে গান ও নাচ করে। তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরার জন্য এমনই একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। এরসঙ্গে শিশুরা যাতে অনেক আনন্দ উপভোগ করতে পারে তাই তাদের জন্য ছিল অনেক রকমের খেলা। এর উদ্দেশ্য ছিল শিশুদের এমন সুযোগ করে দেওয়া যাতে তারা মন থেকে আনন্দের সঙ্গে দিনটি কাটাতে পারে। শিশুদের জন্য নানা উপহারও রাখা হয়েছিল। তার মধ্যে ছিল পড়াশোনার সামগ্রী, খেলাধুলার সামগ্রী, তাদের পছন্দের ও পুষ্টির জোগান দেবে এমন কিছু খাবার, কেক এবং চকলেট। উদযাপনের শেষে ছিলো সবাই মিলে একসথে বসে আনন্দে পঙ্‌ক্তিভোজন।

এই 'বর্ষ বরণ উৎসব'- এমন শিশুদের নিয়ে উদযাপন করা হয় যারা এই আনন্দ উদযাপনের মানে কী তা হয়তো জানে না।

ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৈলাশহরের রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী গিরিজানন্দজি মহারাজ ও মহর্ষি দয়ানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ বিমান চন্দ্র নাগ । সাথে ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা ও রূপক সাহা।

এদিন বিশ্ববন্ধু সেন বলেন, “শিশুদের সাথে নতুন বছর উদযাপনের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। এই মহৎ উদ্যোগের জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে অভিনন্দন জানাই ও সকলের জন্য মঙ্গল কামনা করছি।”

“শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই বিশেষ উদ্যোগের জন্য আশীর্বাদ করছি। ভবিষ্যতে এই অঞ্চলের ভালোর জন্য যে সব প্রকল্পের ভাবনা প্রতিষ্ঠানের রয়েছে তার জন্যও  মঙ্গল কামনা করছি,” বলেন স্বামী গিরিজানন্দজি মহারাজ ।

বিমান চন্দ্র নাথ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে খুবই গর্বিত বোধ করেন ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স - এর কর্ণধার রূপক সাহা বলেন, “আমরা এমন এক প্রতিষ্ঠান যারা জুয়েলারি শোরুমের চার দেওয়ালের বাইরে সবসময় কিছু করার প্রয়াস করি।  সমাজের যে কোনো প্রয়োজনে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি ।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক কর্ণধার অর্পিতা সাহা বলেন “আমরা সর্বদা অসহায়, পরিত্যক্ত, আশ্রয়হীনI নারী ও শিশুদের উদ্ধারে সহায়তামূলক উদ্যোগের পাশে থাকার চেষ্টা করি । আনন্দে মন ভরে থাকা শিশুদের মুখে যে হাসি দেখা গেছে সেটাই বলে দিচ্ছে এই বছর আমাদের নতুন বছর উদযাপন তারা কতটা উপভোগ করেছে। আর সেখানেই আমরা খুজে পেয়েছি এই প্রয়াসের সার্থকতা ।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নববর্ষ উদযাপণের শেষ পর্বে ছিলো রাতে ধর্মনগর ও আশে পাশের সব পথবাসীদের জন্য কম্বল ও শুকনো খাবার বিতরণ । এদিন এক আনন্দেভরা দিনের মধ্যে দিয়ে সত্যিকারের এক নববর্ষ উদযাপন করা হয় ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৭ই জানুয়ারি ২০২৫

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.