নিজস্ব প্রতিনিধিঃ
প্রকৃতির ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার লস
অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকায়ও। এই পরিস্থিতিতে
জোর কদমে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরানো হচ্ছে।এদিকে, আল জাজিরা সূত্রে খবর,
সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরও চার জায়গায়
পৃথকভাবে দাবানলের সৃষ্টি হয়েছে। এরফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে। বুধবার ৫ জনের মৃত্যুর খবর মিলেছে।
আহতের সংখ্যাও বাড়ছে ক্রমশ। জখম বহু দমকলকর্মী ও উদ্ধারকারী। এদিকে, প্রাণভয়ে প্রায়
লক্ষাধিক মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক জায়গা থেকে
এখনও পর্যন্ত ৭০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া
হয়েছে। ইতিমধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে হাজার খানেক বাড়ি। যা লস অ্যাঞ্জেলসের দাবানলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ।এই
ভয়াবহ বিপর্যয়ের কারণে ইটালি সফর বাতিল করেছেন
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এনিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সংবাদ
মাধ্যমে বলেন, “বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সেখানে তিনি পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করেন। ক্যালিফোর্নিয়ায়
বড়সড় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে প্রেসিডেন্ট বাইডেন তাঁর
ইটালি সফর বাতিল করেছেন।
AKB TV News
9.01.2025