নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শিল্পপতির পডকাস্টে অতিথি
হিসাবে অংশ নিয়েছেন। জেরোধা’র অন্যতম কর্ণধার নিখিল কামাথের ওই পডকাস্টের প্রাথমিক
ঝলক প্রকাশ্যে এসেছে। সেই পডকাস্টেই কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বলতে শোনা
গিয়েছে, “আমিও সাধারণ মানুষ। কোনও দেবতা নই।” প্রধানমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী
থাকাকালীন একটা ভাষণ অযাচিত মন্তব্য করেছিলাম। কিন্তু ভুল তো আমারও হয়। আমিও
মানুষ।” তবে ঠিক কী প্রসঙ্গে প্রধানমন্ত্রী ওই কথা বলেছেন, সেটা স্পষ্ট নয়। কিন্তু
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অনেকে লোকসভা নির্বাচনের আগে তাঁর করা মন্তব্যের
সঙ্গে জুড়ে দিচ্ছেন। সেসময় প্রধানমন্ত্রী ঘুরিয়ে দাবি করেছিলেন, তিনি পরমেশ্বরের কৃপাধন্য। এমনকী তাঁর জন্মও আর পাঁচটা
সাধারণ মানুষের মত জৈবিক প্রক্রিয়ায় হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ লোকসভা
নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায়
আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে
গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে
পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে
সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।”
AKB TV News
10.01.2025