আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এখানে প্রায় ১২০০ মিটার কাজ হবে ।। উভয় পাশে ড্রেন হবে।। জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি:

    রাজধানীর বটতলা শিব মন্দির থেকে দশমীঘাট পর্যন্ত রাস্তার দু’দিকে কালভার্ট ড্রেনের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। বহু তৎপরতার পর অবশেষে দেরিতে হলেও তাদের সেই স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই। সেই মোতাবেক বুধবার রাজধানীর ব্যস্ততম বটতলা ও দশমীঘাট এলাকা পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও ৩৪ নং ওয়ার্ডের কর্পোরেটর সহ নিগমের উচ্চ পদস্থ আধিকারিকরা।পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, এখানে প্রায় ১২০০ মিটার কাজ হবে। উভয় পাশে ড্রেন হবে। এই কাজের জন্য চার কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে বলে তিনি জানান।



     

     AKB TV News

    29.01.2025

    3/related/default