নিজস্ব প্রতিনিধি:
আমেরিকায় প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান
দুর্ঘটনা ঘটল।মঙ্গলবার আলাস্কার এইলসন এয়ারবেসে ভেঙে পড়ল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান
F-35। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার রাত ৩টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। তবে সৌভাগ্যবশত
দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে
অবতরণ করেন তিনি।দুর্ঘটনা প্রসঙ্গে মার্কিন এয়ারফোর্সের ৩৫৪ বি ফাইটার উইংয়ের কমান্ডার
কর্নেল পল জানিয়েছেন, বিমানটি আকাশে উড়ার পর তাতে বেশকিছু যান্ত্রিক গোলযোগ নজরে আসে
চালকের। ওই অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন চালক। তবে অবতরণের আগেই বিমানটি নিয়ন্ত্রনের
বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
AKB TV News
29.01.2025