নিজস্ব প্রতিনিধি:
পুঁজিপতিদের কালোবাজারিকে সাহায্য করে জনগণের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্বৈরাচারী শাসন চালাছে বিজেপি । তাঁদের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেতে লড়াই ছাড়া কোন বিকল্প নেই। ওরিয়েন্ট চৌমুহনীতে প্রকাশ্যে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন তিনি বলেন, গত ১১ বছর ধরে কেন্দ্রে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি আপাদমস্তক জনবিরোধী কার্যকলাপ সারা দেশে চালিয়ে যাচ্ছে। গোটা ত্রিপুরার অরাজকতা তৈরী করে রেখেছে। শ্রমিক, দিনমজুর, সংখ্যালঘু, কৃষক, তপশীলি জাতি, উপজাতি, হিন্দু, মুসলাম সহ অন্যান্যদের উপর অমনাবিক আন্দোলন করতে পূর্বে কোনো সরকারকে দেখা যায়নি। তাঁর কথায়, সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি এবং আরএসএস। এদিন তিনি আরও বলেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকলেও বিভিন্ন রাজ্যের সমস্যা সমাধান করতে পারছে না। কারণ, তাঁদের প্রতিশ্রুতি পালনে সরকার সাহায্য করছে না। তাঁদের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে বিভ্রান্ত করে যেকোন ভাবে মসনদে বসা। বেকাররা চাকুরীর সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন। ত্রিপুরায় বেকার সমস্যা এখন জলন্ত দৃষ্টান্তে পরিণত হয়েছে। ২০১৮ সালে বিজেপি সরকার দেওয়া একটিও প্রতিশ্রুতি পালন করছেন না। সরকার পরিবর্তনের লড়াইয়ে ক্রমে ক্রমে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদিন তিনি জোর গলায় বলেন, সিপিআইএমের শাসনকালে ত্রিপুরায় সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। তাঁর দাবি, টাকার দাম কমছে। দিন দিন মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত নিয়োগ নেই। চুক্তিভিত্তিতে কর্মক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলছে। ত্রিপুরায় অরাজকতা পরিস্থিতি চলছে। প্রতিনিয়ত গনতন্ত্রে আক্রমন করছে। আগামীদিনে এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।
AKB TV News
29.01.2025