আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চাইল্ড লাইনের শিশুদের রক্ষণা-বেক্ষণের দায়িত্বে থাকা এক মহিলা রহস্যজনক ভাবে নিখোঁজ ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    গত ৩ বছর ধরে পূর্ব গকুলনগর এলাকার উমেশ চাইল্ড হোমে কাজ করছেন কল্পনা দাস নামে বছর ৩৫ এর এক মহিলা। আজ থেকে প্রায় ১০ দিন পূর্বে হোমের একটি শিশু অসুস্থ হলে আগরতলা জিবি হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। শিশুটির দেখাশোনার জন্য উমেশ চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জিবি হাসপাতালে পাঠানো হয়। গত তেসরা জানুয়ারি হাসপাতাল থেকে শিশুটিকে ছুটি দেওয়া হলে জিবি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান এই মহিলা। এবিষয়ে হোম কর্তৃপক্ষ জানায়, তারা মহিলাকে খোঁজাখুজি করার পর না পেয়ে জিবি ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি করে। এদিকে মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন অসহায় বয়স্ক মা বাবা। তিন দিন ধরে চাইল্ড হোমের কর্তৃপক্ষ'র সঙ্গে যোগাযোগ করেন তারা। এরপর মেয়েকে না পেয়ে পূর্ব গকুলনগর এলাকার জন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন কল্পনার মা-বাবা। রবিবার এলাকাবাসী একত্রিত হয়ে জন প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে চাইল্ড হোমে গিয়ে  আধিকারিকদের সঙ্গে কথা বলে নিখোঁজ মহিলাকে উদ্ধারের দাবী জানান। নিখোঁজ মহিলাকে খোঁজে বের করতে তাদের মত করে চেষ্টা করছে বলে হোম কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করে। 




    AKB TV News

    5.01.2025


    3/related/default