আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এক বছরে তিরুপতি মন্দিরের আয় হাজার কোটি টাকা ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    গত বছরের মাঝামাঝি সময়ে চলা লাড্ডু বিতর্ক কোন ভাবেই প্রভাব ফেলেনি মানুষের আস্থা ও বিশ্বাসে। বরং ভক্তরা ভক্তির সঙ্গে দু'হাত ভরে ভগবান ভেঙ্কটেশ্বরকে দান করেছেন। টাকার পাশাপাশি রাশি রাশি সোনা, রুপো জমা পড়েছে অনুদানের ভাণ্ডারে। সম্প্রতি খোলা হয়েছে তিরুপতি মন্দিরের হুন্ডি। এরপরই জানা গেল গত বছর তিরুপতি মন্দিরের আয় হয়েছে ১,৩৬৫ কোটি টাকা। তিরুপতি মন্দিরের দেখভালের দায়িত্বে থাকে ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ নামের সংস্থা। মন্দিরে দেব দর্শনে আসা ভক্তরা দু'হাত উজাড় করে সোনা-রুপো ও অর্থ দান করেন মন্দিরের হুন্ডিতে। সেখান থেকে সমস্ত সম্পদ বের করে নিয়ে যাওয়া হয় মন্দিরের নিজস্ব ট্রেজারিতে। প্রতি মাসেই চলে এই প্রক্রিয়া। তবে বছর শেষে সেই সম্পদের হিসেব প্রকাশ্যে আনল টিটিডি। এবার অনুদানের হুন্ডি খোলার পর সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৪ সালে তিরুপতি মন্দিরের আয় হয়েছে ১,৩৬৫ কোটি টাকা। যেখানে ২০২২ সালে এই আয় ছিল ১,২৯১ কোটি। ২০২৩ সালে সেই আয় ব্যাপকভাবে বেড়ে হয়েছিল ১,৩৯১ কোটি টাকা।






    AKB TV News

    5.01.2025


    3/related/default