নিজস্ব প্রতিনিধি:
প্রয়াণ
দিবসের পুণ্যতিথিতে জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করল গোটা দেশ। বৃহস্পতিবার
সকালে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা নিবেদন করেন
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপ-রাষ্ট্রপতি জগদীপ
ধনখড় । এছাড়াও মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ
সিং, কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার, তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ
ডিফেন্স স্টাফ। এদিন গান্ধীজির সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিন গান্ধীজিকে
শ্রদ্ধা নিবেদন করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি
মল্লিকার্জুন খাড়গেও।
AKB TV News
30.01.2025