মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে পূণ্য স্নান সারলেন লক্ষ লক্ষ ভক্ত ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ

পৌষ তথা মকর সংক্রান্তিতে পূণ্য স্নান সারলেন লক্ষ লক্ষ ভক্ত বৃন্দ। এদিন প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে অনেক বিদেশি ভক্তদের গলাতেও শোনা গেল ‘ভজন’। প্রশাসনের দাবি প্রায়  ৪০ কোটি বেশি ভক্ত সমাগম হয়েছে, যার মধ্যে অধিকাংশ এসেছে আমেরিকা ও রাশিয়া থেকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সব পাপ ধুয়ে যায় এই পবিত্র স্নানে। মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে আসে তখন সেই তিথিকে বলে মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন এই বিশেষ তিথি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথির সঙ্গেই জড়িয়ে রয়েছে কুম্ভ স্নানও। দেশ-বিদেশ থেকে কয়েক কোটি মানুষের সমাগম হয় এই মহাধর্মীয় উৎসবকে কেন্দ্র করে। চার হাজার হেক্টর জুড়ে এই মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। মেলা ১৩ই জানুয়ারি  শুরু হয়েছে । আগামী ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শেষ হবে। প্রসঙ্গত, প্রতি ১২ বছর অন্তর অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভের এই সংস্করণটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন অনেকেই। ১৪৪ বছর পর গ্রহ-নক্ষত্রের এক বিরল অবস্থানের কারণে এবারের মহাকুম্ভ মেলা অন্যান্য বারের থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ। এদিকে, উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, প্রায় ৪৫ কোটি মানুষ এই মহাকুম্ভে যোগ দিতে পারেন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মহাকুম্ভ। চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা এইআই নজরদারি। প্রতিনিয়ত পরিস্থিতির দিকে নজর রেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় সাত স্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে। ২৭০০ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে বলে জানা গেছে।

 


 AKB TV News

14.01.2025

3/related/default