আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এই প্রথম রাজ্যে অনুষ্ঠিত হল 'বেবি ম্যারাথন'।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ    

    এই প্রথমবার রাজ্যে বেবি ম্যারাথন অনুষ্ঠিত হয় আগরতলার নজরুল কলাক্ষেত্রে। রবিবার চারটি গ্রুপে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রুপ এ'তে ৮ মাস থেকে ১৪ মাস শিশুরা অংশ নেয়। এই গ্রুপে শিশুরা হামাগুড়ি দেবে। দেড় থেকে আড়াই বছরের শিশুদের নিয়ে হয় গ্রুপ-বি। এই গ্রুপে শিশুরা ৫,০০০ সেন্টিমিটার রান করবে। আড়াই থেকে সাড়ে তিন বছরের শিশুদেরকে নিয়ে হয় গ্রুপ-সি এবং সাড়ে তিন বছর থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের নিয়ে হয় গ্রুপ ডি। এই গ্রুপে শিশুরা ১০০০০ সেন্টিমিটার রান করবে। এদিন বেবি ম্যারাথানকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এর কর্নধার রুপক সাহা সহ আরো অনেকে। প্রত্যেক গ্রুপের জন্য পুরস্কার হিসেবে রয়েছে রিয়েল গোল্ড মেডেল, সিলভার  মেডেল এবং ব্রোনস মেডেল। এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রত্যেক শিশুকে  ট্রফি এবং সার্টিফিকেট দেওয়া হয়। 




    AKB TV News

    5.01.2025


    3/related/default