অত্যাধুনিক চেরলাপল্লী রেলওয়ে টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ

 সোমবার অত্যাধুনিক চেরলাপল্লী রেলওয়ে টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪১৩ কোটি টাকার বিনিয়োগে নির্মিত এই টার্মিনালটি বিমান বন্দরের মত সুযোগ- সুবিধা এবং দক্ষতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। যা তেলঙ্গানার রেলওয়ে অবকাঠামো উন্নয়নে একটি বড় মেইল ফলক হিসেবে চিহ্নিত করে৷ টার্মিনালে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে ছয়টি এসকেলেটর, সাতটি লিফট, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ওয়েটিং এরিয়া, একটি প্রিমিয়াম ওয়েটিং লাউঞ্জ এবং একটি এক্সিকিউটিভ লাউঞ্জ। প্রথম তলায়, একটি  ক্যাফেটেরিয়া, একটি রেস্তোঁরা এবং বিশ্রামাগার রয়েছে। বর্তমানে, টার্মিনাল থেকে ১৩ জোড়া ট্রেন চলাচল করে,  অতিরিক্ত ১২টি ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। এদিন চের্লাপল্লী রেলওয়ে টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা "মেক ইন ইন্ডিয়া"  এবং বন্দে ভারত ট্রেন চালু করার মত উদ্যোগের উল্লেখযোগ্য প্রভাবের প্রশংসা করেন৷





AKB TV News

6.01.2025

 

3/related/default