নিজস্ব প্রতিনিধিঃ
এবার মাইক্রোসফট সিইও সত্য নাদেলার সঙ্গে সাক্ষাৎ করলেন দেশের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। প্রযুক্তির বিভিন্ন দিক থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সহ
নানা উদ্ভাবন নিয়ে আলোচনা হয় সাক্ষাতকালিন সময়ে দু’জনের মধ্যে। ভারতে এআই-এর
ব্যবহার আরও বাড়ানো যায় কীভাবে, সেই বিষয়ে কথা বলেন মাইক্রোসফটের সিইও। সোশ্যাল
মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, প্রত্যেক ভারতীয় কীভাবে আরও বেশি করে এআই থেকে
সুবিধা পেতে পারেন, তা নিয়েও কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।অন্যদিকে,
মাইক্রোসফট ভারতে বিনিয়োগের যে পরিকল্পনা করেছে, তা জেনে খুশি প্রধানমন্ত্রী।
তিনিও সত্য নাদেলার পোস্টে উত্তর দিয়ে লিখেছেন, “ভারতে বিনিয়োগের ক্ষেত্রে
মাইক্রোসফটের যে বিশেষ লক্ষ্য আছে, তা জেনে আমি অত্যন্ত খুশি।”
AKB TV News
7.01.2025