আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শীর্ষ আদালতে ফের পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি , পরবর্তী শুনানি হবে আগামী ২৯শে জানুয়ারি ।। AKB TV News

    আরশি কথা



     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ফের দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল কলকাতার আর জি কর মামলার শুনানি। গত শনিবার  শিয়ালদহ আদালতের তরফে আর জি কর মামলায় দোষী সাব্যস্ত করা হয় আরজি কর কাণ্ডের একমাত্র দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। এরপর সোমবার তার আজ্জীবন  কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। কিন্তু আদালতের রায়ে খুশি নন কেউই। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চিকিৎসক সংগঠন, নির্যাতিতার পরিবার সকলেই না খুশ আদালতের রায়ে। তবে কেন? এর কারণ তাঁরা সকলেই চান এই নৃশংস ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসি। সঞ্জয়কে দোষী সাব্যস্ত হওয়ার পর এই মামলার প্রথম শুনানি ছিল বুধবার সুপ্রিম কোর্টে। কিন্তু পিছিয়ে গেল সেই শুনানি। তার বদলে এই মামলার শুনানি হতে চলেছে আগামী ২৯শে  জানুয়ারি। শুনানি হবে বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে। প্রসঙ্গত, অতি সম্প্রতি কোর্টের তরফ থেকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করা   হয় সঞ্জয় রায়কে। কিন্তু নির্যাতিতার বাবা-মায়ের স্পষ্ট দাবি সঞ্জয় যেমন দোষী, এই ঘটনায় আরও বেশ কয়েকজন দোষী রয়েছে। তাদের প্রশ্ন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কেন বাকিদের  চিহ্নিত করছে না। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের   ৯ই আগস্ট কলকাতার আরজি কর কলেজে ঘটে এই মর্মান্তিক ঘটনা। কর্মরত অবস্থায় এক     জুনিয়র তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে। আর তারপর থেকেই উত্তাল হয় রাজ্য ও দেশের রাজনীতি। দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠে। 





    AKB TV News

    21.01.2025



     

    3/related/default