আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা কাটাতে নয়া পদক্ষেপ দেশের শীর্ষ আদালতের ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    দেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা কাটাতে এবার নয়া উদ্যোগ নিল সুপ্রিম কোর্ট। এবার দেশের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট গুলিতে অস্থায়ী ভিত্তিতে বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। কার্যত ফৌজদারি মামলার দ্রুত নিস্পত্তির লক্ষ্যেই অস্থায়ী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন হাই কোর্টে হাজার হাজার মামলা ঝুলে রয়েছে বিচারপতি এবং বিচার বিভাগের কর্মীর অভাবে। এর মধ্যে অনেক ফৌজদারি মামলাও রয়েছে। সেক্ষেত্রে কমপক্ষে ফৌজদারি মামলা গুলির দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন বলে মনে করছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যের হাই কোর্টে ৩৫ বছরের পুরনো মামলাও ঝুলে রয়েছে। বিভিন্ন রাজ্যের হাই কোর্টে ঝুলে থাকা মামলার পরিমাণ কয়েক লক্ষ বলে জানা গেছে। তাই দ্রুত বিচারপতি নিয়োগ না হলে এই মামলার নিষ্পত্তি সম্ভব নয়। এবিষয়ে সুপ্রিম কোর্ট বলছে, হাই কোর্টে হাজার হাজার মামলা ঝুলে থাকার প্রভাব গিয়ে পড়ছে সংশধোনাগার গুলিতে। সেখানে হাজার হাজার বিচারাধীন অভিযুক্ত বন্দি রয়েছেন। শুধু তাই নয়, সুবিচারের অপেক্ষায় বসে রয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সেক্ষেত্রে দ্রুত অ্যাড হক বিচারপতি নিয়োগ করে এই সমস্যা মেটাতে চায় সুপ্রিম কোর্ট। এনিয়ে অ্যাটর্নি জেনারেলের মতামতও জানতে চেয়েছে শীর্ষ আদালত। এদিকে, সুপ্রিম কোর্ট বলছে, ২২৪-এ ধারা অনুসারে বিচারপতি নিয়োগের অর্থ এই নয় যে স্থায়ী বিচারপতি নিয়োগ হবে না। কিন্তু এই মুহূর্তে মামলার বোঝা কমাতে অস্থায়ী বিচারপতি নিয়োগও প্রয়োজন বলে এমনটা অভিমত শীর্ষ আদালতের।




     AKB TV News

    22.01.2025




    3/related/default