নিজস্ব প্রতিনিধিঃ
এবছর দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ
দিনে দেশের সংবিধানের আদর্শ রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির
কর্তব্যপথে কুচকাওয়াজ শুরুর প্রাক্কালে নিজের এক্স হ্যান্ডলে দেশবাসীকে প্রজাতন্ত্র
দিবসের শুভেচ্ছা জানালেন তিনি। প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রজাতন্ত্রের গৌরবময় ৭৫টি বর্ষ উদযাপন করছি
আমরা। যাঁরা আমাদের দেশের সংবিধান তৈরি করেছেন সেই সকল মহিলা ও পুরুষের সামনে আমরা
মাথা নত করছি। তাঁরা নিশ্চিত করেছেন যাতে আমাদের দেশ গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্যের
পথে চলে। সংবিধানের আদর্শ রক্ষার পথকে সাধারণতন্ত্র
দিবসের এই উদযাপন আরও দৃঢ় করবে। সর্বোপরি দেশের উন্নতির পথ প্রশস্ত করবে বলে তিনি
উল্লেখ করেন।’
AKB TV News
26.01.2025