নিজস্ব প্রতিনিধিঃ
২৬শে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে
স্থান পেল ত্রিপুরার ট্যাবলো ।বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়েছে ত্রিপুরার চতুর্দশ দেবতা
মন্দিরের বিভিন্ন দেবদেবীর মূর্তি। পাশাপাশি মন্দিরের বিভিন্ন চিত্রও তুলে ধরা হয়েছে।
অপরদিকে, ত্রিপুরার যে মিশ্র সংস্কৃতি, তার ঝলকও তুলে ধরা হয়েছে। প্রতি বছরের মত এবছরও
দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ১৫টি
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশ গ্রহণ করেছে। অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দাদর
নগর হাভেলি, দমন ও দিউ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব,
ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। বিভিন্ন রাজ্যের ট্যাবলো গুলি এই
মহান দিনে উপস্থাপিত করা হয়।প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসে প্রতিবছর
দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজ হয়। সেই কুচকাওয়াজে থাকে বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলো।
AKB TV News
26.01.2025