নিজ বাড়িতে ছুরিকাহত হলেন বলিউড অভিনেতা সইফ
আলি খান। সইফের বাড়ির পিছনের আপৎকালীন সিঁড়ি দিয়ে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। প্রাথমিক
তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল মুম্বইয়ের বান্দ্রা থানার পুলিশ। ইতিমধ্যে দুষ্কৃতীকে
চিহ্নিত করা হয়েছে বলেও খবর রয়েছে। জানা গেছে, অভিনেতার উপর হামলার দিন কয়েক আগে ‘সইফ
আলি খান হাউসিং সোসাইটি’তে সংস্কারের কাজ চলছিল। যাঁরা ওই সংস্কারের কাজের সঙ্গে যুক্ত
ছিলেন, তাঁরা হামলার সঙ্গে যুক্ত কিনা, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে
পাওয়া খবর অনুযায়ী, বুধবার ঘড়ির কাঁটায় রাত আড়াইটে হবে। সেই সময় সইফের বান্দ্রার
বাড়িতে আপৎকালীন সিঁড়ি দিয়ে ঢোকে দুষ্কৃতীরা।
সইফের সন্তানদের ঘরে ঢুকে পড়ে তারা। তখন পরিচারিকা চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাতেই
ঘুম ভেঙে যায় অভিনেতার। কার্যত দৌড়ে ঘরে ঢোকেন তিনি। তখন দুষ্কৃতীকে দেখে হতচকিত হয়ে
যান। শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতী ছুরি বের করে। পুলিশের
দাবি, কমপক্ষে পরপর ৬ বার ছুরির আঘাত করা হয় তাকে। পরিচারিকাও অল্প বিস্তর আহত হন।
হাতে চোট লেগেছে তাঁর। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যে দুষ্কৃতীকে চিহ্নিত
করা হয়েছে। পুলিশের তরফে ১০টি টিম গঠন করা হয়েছে। ওই দুষ্কৃতীর খোঁজে বিভিন্ন জায়গায়
চলছে জোর তল্লাশি চলছে।
AKB TV News
16.01.2025