আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গাজায় শান্তি চুক্তির কৃতিত্ব দাবি করলেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    অবশেষে গাজায় যুদ্ধবিরতি সম্ভব হল। বুধবার গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইজরায়েল। প্রসঙ্গত, গত দেড় বছর ধরে চলা ধ্বংসযজ্ঞে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪৬ হাজার মানুষ। ঘরছাড়া হয়েছে কয়েক লক্ষ। এই অবস্থায় বন্দি মুক্তির বিনিময়ে গাজায় শান্তি চুক্তির কৃতিত্ব দাবি করলেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ঐতিহাসিক যুদ্ধবিরতি সম্ভব হয়েছে গত নভেম্বরে আমেরিকায় তাঁর নেতৃত্বে রিপাবলিকানরা ফিরে আসাতে। বুধবার ইজরায়েল-হামাসের যুদ্ধবিরতি পরই তাঁর ট্রুথ সোশাল নেটিওয়ার্ক থেকে জাতির উদ্দেশে বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে বন্দিদের জন্য আমাদের চুক্তি রয়েছে। শীঘ্রই তাঁদের মুক্তি দেওয়া হবে। ধন্যবাদ!” তখনও পর্যন্ত এই বিষয়ে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক ঘোষণা করেননি বাইডেন। পরে আরও একটি সোশাল পোস্টে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন ট্রাম্প।




    AKB TV News

    16.01.2025


     

     

    3/related/default