আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সেনা বাহিনী দিবসে মুম্বইয়ে নৌ-সেনার তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বুধবার সেনা বাহিনী দিবসে মুম্বইয়ে নৌ-সেনার তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে রয়েছে একটি সাবমেরিনও। আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির ওরফে ‘হান্টার কিলার’ সাবমেরিনকে জাতির উদ্দেশে উৎসর্গ করলেন নরেন্দ্র মোদি।আইএনএস সুরাট উন্নতমানের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। এটি বিশ্বের বৃহত্তম মিশাইল ডেস্ট্রয়ার গুলির মধ্যে একটি। অটোমেশন এবং অর্ডন্যান্সের ক্ষেত্রেও অনেক বেশি উন্নত এই  মডেল, যার অধিকাংশই নির্মাণ করা হয়েছে ভারতে। এদিন রণতরী উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, “ছত্রপতি শিবাজি মহারাজ ভারতীয় নৌবাহিনীকে নতুন শক্তি ও নতুন দৃষ্টি দিয়েছিলেন। আজ তার পবিত্র ভূমিতে আমরা একবিংশ শতাব্দীর নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য অনেক বড় পদক্ষেপ নিচ্ছি। এই প্রথম একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি সাবমেরিন একসঙ্গে কার্যকর হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 




    AKB TV News

    15.01.2025



    3/related/default