গত বছরের ২৫শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২৬শে নভেম্বর চট্টগ্রামের আদালতে তোলা হয় তাঁকে। তার বিরুদ্ধে আনা হয় রাষ্ট্রদ্রোহ মামলা। চট্টগ্রামের নিম্ন আদালতে বার বার শুনানি পিছিয়ে গিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের। শেষমেশ যদিও বা শুনানি হল, আইনজীবীরা ঠিকমত সওয়াল করতে না পারায় জামিন পেলেন না ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। নতুন বছরও তাঁকে কারাবন্দি হয়েই থাকতে হচ্ছে। জামিন খারিজ হওয়ার পর অবশ্য তাঁর আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী আবেদন জানানো হয় ঢাকা হাই কোর্টে। জানা গেছে, আগামী ২০ জানুয়ারি সেই মামলার শুনানি হবে হাই কোর্টে।
15.01.2025