আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বন্যা নিয়ন্ত্রনে মনু নদীর বাঁধ নির্মাণের জন্য লং মার্চ করল ঊনকোটি জেলা কংগ্রেস কমিটি।। AKB TV News

    আরশি কথা




     



    নিজস্ব প্রতিনিধিঃ

    কৈলাসহরের মনু নদীর বাঁধ সংস্কারের দাবিতে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় শনিবার রাস্তা অবরোধে সামিল হলেন উনকোটি জেলা কংগ্রেস কমিটির সদস্যরা। বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণের ফলে আসন্ন বর্ষা মরশুমে কৈলাসহর প্লাবিত হবে। এই আতঙ্কে এবং প্রশাসনের কাজের গাফিলতির ফলে এদিন এই রাস্তা অবরোধ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য সহ আরও অনেকে। প্রসঙ্গত, এবিষয়ে বিধানসভায় আলোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নজরে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর মাধ্যমে। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও রাস্তা সংস্কারের কোন উদ্যোগ না দেখে শনিবার রাস্তা অবরোধ করে জেলা কংগ্রেস। বিরজিৎ সিনহা বলেন, এই বাঁধ দীর্ঘদিন সংস্কার না করার ফলে গত বছর বন্যায় কৈলাসহরের হাজার হাজার মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা আজও পূরণ করা সম্ভব হয়নি। অনেকে বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছেন। যদি যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ  মেরামত না করা হয় তাহলে কৈলাসহরের অবস্থা ভয়াবহ হবে বলে জানান তিনি।এদিন অবরোধের জেরে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে। অতিসত্বর সমস্যা সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকি দিয়ে অবরোধ তুলে নেন বিধায়ক সহ জেলা কংগ্রেসের নেতৃত্বরা।



    AKB TV News

    25.01.2025

    3/related/default