আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ মার্কিন সুপ্রিম কোর্টের ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসতেই বড় কূটনৈতিক জয় পেল ভারত। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে এবার তাকে ভারতের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সিলমোহর দিল আদালত। পাকিস্তানি নাগরিক তাহাউর হুসেন রানা বিদেশে বসবাস করেন। তাঁকে এবার ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্টআমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এটা ভারতের অন্যতম বড় জয় বলে এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি  হামলার ঘটনায়  মৃত্যু হয় বহু মানুষের। তাতেই অভিযুক্ত হিসেবে রানার নাম উঠে আসে। ভারতে প্রত্যর্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছিলেন তিনি। তবে এটাই ছিল তাঁর শেষ আইনি সুযোগ। এক্ষেত্রে রানার রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। এর আগে একাধিক ফেডারাল কোর্টে আইনি লড়াইতে হেরে গিয়েছিলেন রানা। এরপর গত বছরের ১৩ই নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এরপর অতি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ ২১শে জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়। ৬৪ বছর বয়সী রানা বর্তমানে লস এঞ্জেলসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছেন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কাছে রানার আবেদন খারিজ করে দেওয়ার আর্জি জানিয়েছিল মার্কিন সরকারও।

     


    AKB TV News

    25.01.2025


    3/related/default