দুই কিমি রাস্তা মেরামত করে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘ কয়েক মাস ধরে বেহাল অবস্থা রাজ্যের দ্বিতীয় বিকল্প জাতীয় সড়কটির। ভগ্ন রাস্তা ও ধুলা বালির ফলে অতিষ্ঠ হয়ে অবশেষে স্থানীয় বাজার ব্যবসায়ী ও ছোট যান চালকরা অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধ করে বসেন সোমবার। পরে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের অনুরোধে মকর সংক্রান্তি উপলক্ষে মানবিক দৃষ্টি কোণে বাজারে যাতে বিঘ্ন না ঘটে সেদিক বিবেচনা করে সড়ক অবরোধ মুক্ত করা হয়। এই সড়ক অবরোধের ঘটনাটি সংঘটিত হয় কদমতলা ব্লকের অধীন প্রেমতলা বাজারের ট্রাই জংশনে। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার কদমতলা-চুরাইবাড়ি, কদমতলা-ফুলবাড়ি ও প্রেমতলা-কুর্তি এই তিনটি মূল সড়ক প্রেমতলা বাজারের ট্রাই জংশনে অবরোধ করে বসে বাজার ব্যবসায়ী ও যান চালকরা। অবরোধকারীরা জানায়,পাথর বোঝাই ও মাটি বোঝাই কারি যান  চলাচলের ফলে প্রেমতলা ট্রাই জংশনটি ভেঙ্গে একেবারে চৌচির হয়ে গেছে। শুধু তাই নয় অতিরিক্ত পাথর ও মাটি বোঝাই লরি গুলির চাকায় বিকল্প ২০৮ নং জাতীয় সড়কের প্রেমতলা বাজার থেকে ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরী পর্যন্ত দুই কিমি সড়ক ভেঙ্গে বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে টমটম সহ ছোট যানবহন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। শুধু তাই নয় সড়কটির ভগ্ন দশার ফলে ধুলাবালিতে একেবারে  অন্ধকারা চ্ছন্ন হয়ে যায় প্রেমতলা বাজারটি। এরফলে মিষ্টি ও অন্যান্য খাবার দোকান সহ চায়ের দোকানগুলো বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে। এমনকি ক্রেতারাও ধুলা বালির ভয়ে বাজারে আসছেন না। পাশে থাকা ঘর বাড়িতে ধুলোবালির যন্ত্রনায় বসবাস করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই এদিনের এই অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে বসে অবরোধকারীরা। তাদের দাবি, অতিসত্বর বেহাল দুই কিমি সড়ক মেরামত করে দিতে হবে। 




AKB TV News

13.01.2025

3/related/default