প্রধানমন্ত্রীর হাত ধরে খুলে গেল শ্রীনগর-লাদাখ সংযোগের নবনির্মিত জেড-মোড় সুড়ঙ্গ ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার উদ্বোধন হল শ্রীনগর-লাদাখ সংযোগের নবনির্মিত জেড-মোড় সুড়ঙ্গ । এদিন এই সুড়ঙ্গের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ৮,৬৫০ ফুট উচ্চতায় অবস্থিত এই সুড়ঙ্গ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২,৭০০ কোটি টাকা। এর ফলে কাশ্মীর এবং লাদাখের মধ্যে সারা বছর ধরে সংযোগ রক্ষা করা সম্ভব হবে। শুধুমাত্র পর্যটনই নয়, এক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেনা সরঞ্জাম, ওষুধ এবং খাদ্যসামগ্রী লাদাখের দুর্গম অঞ্চলে পৌঁছানো এখন অনেক সহজ হবে।জেড-মোড় সুড়ঙ্গ উদ্বোধনে কাশ্মীরের সাধারণ মানুষ ব্যাপক উৎসাহী। এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আজ আমাদের জন্য ঐতিহাসিক দিন। এই সুড়ঙ্গের মাধ্যমে শুধু ভৌগোলিক দূরত্বই নয়, কাশ্মীর-লাদাখের মানসিক দূরত্বও অনেকটা কমে যাবে।” উপত্যকাবাসীর মতে, এই সুড়ঙ্গ শুধু যাতায়াতের নতুন পথ খুলে দেয়নি, স্বপ্ন পূরণের এক মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। জেড-মোড় সুড়ঙ্গ উদ্বোধনের পাশাপাশি ভবিষ্যতে জোজিলা পাস নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী। জোজিলা  পাস চালু হলে শ্রীনগর ও লাদাখের মধ্যে দূরত্ব আরও কমে আসবে, যা উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে। এই সুড়ঙ্গের উদ্বোধন কাশ্মীরের রাজনৈতিক পরিবেশেও নতুন মোড় আনতে পারে বলে এমনটাই অভিমত দেশের রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।





AKB TV News

13.01.2025

3/related/default