Type Here to Get Search Results !

শ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজিত স্বর্ণগ্রাম শিক্ষালয় বার্ষিক অনুষ্ঠানঃ আরশিকথা ত্রিপুরা

আরশিকথা ডেস্কঃ


সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে ওয়ারেংবাড়িতে 'স্বর্ণগ্রাম শিক্ষালয় বার্ষিক অনুষ্ঠান ' এর আয়োজন করা হয়।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এক প্রয়াসের নাম এই 'স্বর্ণগ্রাম '- যা গোমতী জেলার ওয়ারেংবাড়িকে আদর্শ গ্রাম প্রকল্প হিসেবে তুলে ধরেছে।

‘স্বর্ণগ্রাম শিক্ষালয়’ হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের একটি আবাসিক স্কুল প্রকল্প - সহযোগিতায় রয়েছে ওয়ারেংবাড়ির গ্লোরি অ্যাকাডেমি। এই প্রকল্পে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের তরফে স্কুলের আবাসিকদের সবরকম সুযোগসুবিধা দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের জন্য যথাযথ পুষ্টি, পড়াশোনার সামগ্রী, বই, উপযুক্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, খেলার কোচ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়।

'স্বর্ণগ্রাম শিক্ষালয় বার্ষিক অনুষ্ঠান' আসলে স্বর্ণগ্রামের ১৪তম বার্ষিক ক্রীড়া দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান - যা এক উৎসবে পরিণত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই গৌর চন্দ্র সাহা-র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন বিশেষ অতিথিরা ও গ্রামের শিশুরা I এদিনের অনুষ্ঠানে  'বেস্ট  স্টুডেন্ট (বয়) অফ দা ইয়ার’ ও  'বেস্ট স্টুডেন্ট (গার্ল ) অফ দা ইয়ার' হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল তুলে দেওয়া হয়। এই সম্মাননা মেধা এবং খেলাধুলায় সেরা শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ।

এদিন রিয়াং আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামের ছোটরা গান গেয়ে অনুষ্ঠানের শুরু করে। শেষ হয় গ্রামের ছোটদের ঐতিহ্যবাহী হোজাগিরি নাচ দিয়ে। যা অনুষ্ঠানে এক নয়া মাত্রা যোগ করে। এদিন 'স্বর্ণগ্রাম শিক্ষালয়' - এর ছাত্র-ছাত্রীরা যোগব্যায়ামও প্রদর্শন করে। একইসঙ্গে বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে একটি স্বাস্থ্য শিবিরও হয়। পাশাপাশি স্বর্ণগ্রাম-এর প্রত্যেক পরিবারের মধ্যে কম্বলও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অজয় সরকার, যোগা গুরু যোগীবিশ্ব, ডক্টর সজল নাথ এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা । উপস্থিত প্রত্যেকেই স্বর্ণগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন, গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনা, স্কুলের উন্নতি এবং গ্রামের লোকদের জীবনযাপন আরো ভালো করার ব্যাপারে সহযোগিতার কথা বলেন।

 অজয় সরকার জানান, ' শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর স্বর্ণগ্রাম প্রকল্পটি সকলের কাছে স্বপ্নের মতো এক বিশেষ উদ্যোগ, যা ১৬ বছর আগে শুরু হয়েছিল। আর আজ এই উদ্যোগ এক বড় আকার নিয়েছে। সবাই মিলে এই স্বপ্নকে বাস্তবে পরিপূর্ণ করতে হবে I’ যোগা গুরু যোগীবিশ্ব বলেন, ‘এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, “রাজ্য সরকার, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম বিশেষভাবে এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সংবাদমাধ্যমও এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছে। সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা I এছাড়া স্বর্ণগ্রামের মানুষের থেকে যে উৎসাহ পেয়েছি তা সবচেয়ে উল্লেখযোগ্য I” তিনি আরও বলেন, “স্বর্ণগ্রাম প্রকল্পটি আমাদের স্বপ্নকেও ছাপিয়ে গেছে। এবং ভবিষ্যতে এই পথ আরো প্রশস্ত হবে। আরো অনেক কাজ বাকি রয়েছে। তবে সবাই একসঙ্গে থাকলে এই উদ্দেশ্য পূরণ হবেই।”

অনুষ্ঠানের শেষে সকলের জন্য একসাথে খাওয়াদাওয়ার ব্যবস্থা ছিল। এক আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে স্বর্ণগ্রাম এর বার্ষিক অনুষ্ঠানটি শেষ হয় ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২১ জানুয়ারি ২০২৫

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.