নিজস্ব প্রতিনিধিঃ
গত সোমবার নিম্ন আদালত আর জি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। এবার সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল সিবিআই।আগামী সোমবার এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, কলকাতার শিয়ালদহ নিম্ন আদালতে একাধিকবার আর জি কর মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছিল সিবিআই। কিন্তু নিম্ন আদালতের বিচারক জানিয়েছেন, এই ঘটনা বিরলতম নয়। সেই কারণে দোষীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এবার সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল সিবিআই। শুক্রবার হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির দিনক্ষণ জানিয়ে দিয়েছে। উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আগামী সোমবার এই মামলাটি শুনবে। প্রসঙ্গত, প্রায় দু’মাসের বেশি সময় ধরে আর জি কর-কাণ্ডের বিচার প্রক্রিয়া চলেছে শিয়ালদহ আদালতে। সিবিআই এই মামলার চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করেছিল। আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এবং আমৃত্যু কারাবাসের নির্দেশ দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। তারা সঞ্জয়ের ফাঁসির নির্দেশের আবেদন জানিয়েছে। একই দাবিতে আদালতে গেল সিবিআইও।
AKB TV News
24.01.2025