আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমাদের মহিলারা যদি শক্তিশালী না হন তাহলে এই সমাজও শক্তিশালী হবে না ।। রাজ্যস্তরীয় শহুরি সমৃদ্ধি উৎসবে মুখ্যমন্ত্রী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শুক্রবার রাজধানীর স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩য় রাজ্যস্তরীয় শহুরি সমৃদ্ধি উৎসবের সূচনা হয়। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। ত্রিপুরার শহর এলাকার স্বসহায়ক দলগুলোর বিভিন্ন পণ্যের উপস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। এদিন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা , কাউন্সিলর রত্না দত্ত ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ আরও অনেকে।একে একে করে গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের মহিলারা যদি শক্তিশালী না হন তাহলে এই সমাজও শক্তিশালী হবে না। এই রাজ্যও শক্তিশালী হবে না। এমনকি ভারতও শক্তিশালী হবে না বলে জানান মুখ্যমন্ত্রী।



    AKB TV News

    24.01.2025

    3/related/default