আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ২৫ বছর সমৃদ্ধ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের সংকল্প নিয়েছে এই সরকার।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি:

    ৩১শে জানুয়ারি শুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। শনিবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে শুক্রবার সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।এদিন রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী বলেন, “যে কোনও ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মা লক্ষ্মীকে স্মরণ করি। এখনও আমি সেটাই করতে চাই। মা লক্ষ্মী গরিব ও  মধ্যবিত্তদের উপর সদয় হন, এটাই তাঁর প্রার্থনা।” এরপরই মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। লক্ষ্মী স্তবের পর নরেন্দ্র মোদি বলেন, “দেশবাসী আমাকে তৃতীয়বারের জন্য তাঁদের স্বপ্ন পূরণের উদ্দেশে কাজ করার সুযোগ দিয়েছেন, তাতে আমি আপ্লুত। আগামী ২৫ বছর সমৃদ্ধ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের সংকল্প নিয়েছে এই সরকার। এবারের বাজেট সেই সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটাই আমাদের লক্ষ্য। এবারের বাজেট নতুন ভারতের স্বপ্ন পূরণের বাজেট হতে চলেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”প্রধানমন্ত্রীর কথায়, ভারতের শক্তি গোটা বিশ্বে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছে। স্বাধীনতার শত বর্ষে পূর্ণরূপে বিকশিত ভারতের আত্মপ্রকাশ হবে। আর সেই লক্ষ্যেই এগোচ্ছে তাঁর সরকার।



    AKB TV News

    31.01.2025

     

    3/related/default