নিজস্ব প্রতিনিধি:
শুক্রবার বাজেট অধিবেশনের আগে সংসদের যৌথ
অধিবেশনে ভাষণ দিতে গিয়ে কেন্দ্র তথা মোদী সরকারের সুখ্যাতি তুলে ধরলেন রাষ্ট্রপতি
দ্রৌপদী মুর্মু। তিনি বললেন, দ্রুতগতিতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার
দিকে এগোচ্ছে। বর্তমান সরকার দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে ৩ গুণ গতিতে কাজ করছে।গত
১০ বছরে দেশে মোদি সরকার যে সব প্রকল্প ঘোষণা করেছে এবং তাতে জনমানসে কী কী পরিবর্তন
এসেছে, এদিন ৫৯ মিনিটের ভাষণে মূলত সেগুলিই তুলে ধরলেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্য, সরকার
৩ গুণ গতিতে কাজ করছে। এই সরকার বড় বড় সিদ্ধান্ত,
নীতি অসাধারণ গতিতে নিতে পারছে। মহিলা, যুব সমাজ ও কৃষকরা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে।
নীতি পঙ্গুত্ব শেষ করে দ্রুতগতিতে এখন এগোচ্ছে দেশ। এমনটাই জানালেন রাষ্ট্রপতি।
AKB TV News
31.01.2025