নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বৃহস্পতিবার আগরতলার বাধারঘাট স্থিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতরের রিগ ডিভিশনের কার্যালয়ে যান। সেখানে তিনি দফতরের প্রধান কার্যনির্বাহী আধিকারিক সহ দফতরের সচিব প্রমুখদের সাথে এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন। সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখেন বিভিন্ন দিক। পরিদর্শন শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তিনি দফতরের এ দিকটি দেখতে এবং আধিকারিকদের কাছ থেকে এ বিষয়ে জানতে এসেছেন যে কি ভাবে সাড়া রাজ্যে পাকাপাকি ভাবে হর ঘর নলের মাধ্যমে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবার কাজ করা হচ্ছে।
AKB TV News
9.01.2025