আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারতের স্বয়ং চালিত শিল্প দুর্দান্ত ও ভবিষ্যতের জন্য প্রস্তুত ।। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর উদ্বোধন করে একথা বললেন প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


      

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ভারতের স্বয়ংচালিত শিল্প দুর্দান্ত ও ভবিষ্যতের জন্য প্রস্তুত। শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর উদ্বোধন করে এ কথা বললেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো এই বছর প্রসারিত হয়েছে। গত বছর ৮০০টিরও বেশি প্রদর্শক অংশ নিয়েছিলেন এবং ১.৫ লক্ষেরও বেশি মানুষ পরিদর্শন করেছিলেন। এবার ভারত মণ্ডপমের সঙ্গে এটি দ্বারকার যশোভূমি এবং গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টারে আয়োজিত হচ্ছে। অনেকগুলি নতুন গাড়ি চালু করা হবে। ভারতের স্বয়ংচালিত শিল্প দুর্দান্ত এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।” প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে এদিন রতন টাটা  এবং ওসামু সুজুকিকে স্মরণ করেন এবং বলেন ভারতের অটো সেক্টরের বৃদ্ধিতে এবং মধ্যবিত্তের স্বপ্ন পূরণে তাদের উভয়েরই বিশাল অবদান রয়েছে। প্রধানমন্ত্রী এদিন গ্রিন এনার্জির উপর জোর দেন। নতুন উদ্যমীদের এই ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন তিনি পরিষ্কার জানান আসছে সময় এশিয়ার, ভারতের। 




    AKB TV News

    17.01.2025


    3/related/default