আসন্ন রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার দলের
নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা থেকে শুরু করে রান্নার গ্যাসে ৫০০ টাকা ভর্তুকি,
বিজেপির ইস্তেহার জুড়ে যেন প্রতিশ্রুতির পাহাড়। এদিন ইস্তেহার প্রকাশ করে
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘নির্বাচনে জয় লাভ করলে
সর্বপ্রথম সাধারণের স্বাস্থ্যকে সুনিশ্চিত করতে দিল্লিতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য
বীমার সূচনা করবে আমাদের সরকার। আপ সরকারের জন্যই বছর বছর ধরে এই প্রকল্পের সুবিধা
থেকে বঞ্চিত হচ্ছে দিল্লির জনগণ।’ এছাড়াও, ইস্তেহারে গর্ভবতী মহিলাদের জন্য
আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেন তিনি। পুষ্টিকর খাদ্য দ্রব্য সহ মোট ২১ হাজার
টাকা গর্ভবতী মহিলাদের প্রদান করা হবে সরকারের তরফে। পাশাপাশি, প্রথম সন্তানের
জন্য দেওয়া হবে এককালীন ৫ হাজার টাকা ও দ্বিতীয় সন্তান হলে তার জন্য দেওয়া হবে ৬
হাজার টাকা।
AKB TV News
17.01.2025