আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এমবিবি বিমান বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেব।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ 

    আগরতলা এমবিবি বিমানবন্দরের বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠকে পৌরহিত্য করেন পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর বিমানবন্দরের বিভিন্ন সুবিধা ও অসুবিধা এবং সমস্যা নিয়ে এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত ওই বৈঠকে বিমানবন্দরের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। তেমনি, যেসমস্ত সমস্যাগুলো৷ সমাধান করা সম্ভব নয় সেগুলো ভারত সরকারের সাথে আলোচনা করার হয়ে থাকে। তাঁর কথায়, ওই বৈঠকে বিমান সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা, বিমানবন্দরে কম ভাড়ায় স্টল দেওয়া, লাইটিং বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। তাছাড়া, আগরতলা বিমানবন্দর থেকে আইজল এবং শিলং বিমান পরিষেবা পুনরায় চালু করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। অর্ন্তবর্তী সরকারের আমলে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। তখন বাংলাদেশের সঙ্গে বিমান পরিষেবা চালু হবে। এদিন তিনি বলেন আলোচিত যে সমস্যাগুলো এয়ারপোর্ট অধিকর্তা সমাধান করতে পারেন সে গুলো এখানেই করা হবে আর যে সমস্যা গুলো এখানে সমাধান করা যাবে না সেগুলো তিনি সিভিল এভিয়েশন মন্ত্রকের নজরে নেবেন।এদিন এই বৈঠকে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, আগরতলা পুর নিগমের কমিশনার ও আগরতলা স্মার্ট সি টি’ মিশনের সি ই ও ডঃ  শৈলেশ কুমার যাদব, অতিরিক্ত ট্রাফিক এস পি , এমবিবি বিমানবন্দরের অধিকর্তা  কৈলাস চন্দ্র মিনা সহ বিভিন্ন আধিকারিকরা।



    AKB TV News

    10.01.2025

     

    3/related/default