নিজস্ব প্রতিনিধিঃ
এই প্রথম বলা যায় সুপ্রিম কোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন দেশের শীর্ষ আদালতের ২৫ জন বিচারপতি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজেই এই ছুটির প্রস্তাব দিয়েছেন। তবে সরকারি খরচে নয়, বিচারপতিদের এই ভ্রমণের খরচ তাঁরা নিজেরাই জোগাবেন। এদিকে,সুপ্রিম কোর্ট সূত্রের দাবি, আদালতের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনার জন্যই ওই ছুটির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ ২৫ জন বিচারপতি বিশাখাপত্তনমে থাকবেন। সঙ্গে থাকবে তাঁদের পরিবারও। সেখানে ১১ ও ১২ই জানুয়ারি সুপ্রিম কোর্টের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনা করার কথা বিচারপতিদের। পাশাপাশি আরাকু ভ্যালিতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বিচারপতিদের। কয়েকজন বিচারপতি ১৩ জানুয়ারি বিশাখাপত্তনমে থাকবেন। বাকিরা দিল্লিতে ফিরবেন। তবে পুরোটাই হবে ছুটির মেজাজে।
AKB TV News
9.01.2025