নিজস্ব প্রতিনিধিঃ
দেশের তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও । কিন্তু এসবের মধ্যেই বুধবারের ওই দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর এ পর্যন্ত ওই পদপিষ্ট হওয়ার ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোকপ্রকাশ করে বলেছেন, “যারা নিকটাত্মীয়দের হারালেন আমার সমবেদনা তাঁদের জন্য। অন্ধ্রপ্রদেশ সরকার আহতদের সবরকমভাবে সাহায্য করছে।” রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় মৃতদের পরিবারের প্রতি সমমর্মিতা জানিয়ে কংগ্রেস কর্মীদের উদ্ধার কাজে সাহায্য করার আর্জি জানিয়েছেন।
AKB TV News
9.01.2025